• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

পার্বতীপুরে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান ও হুইল চেয়ার বিতরণ

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে শনিবার (১ ফেব্রুয়ারী) বানিয়া পাড়া গ্রামে জাতীয় নাগরিক কমিটির রংপুর বিভাগীয় কনভেনার বাংলাদেশ স্বাস্থ্য সেলের সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজিষ্ট ডাক্তার আব্দুল আহাদ এলাকার মানুষদের নিয়ে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক মত বিনিময় করেন।

এ সময় মতিলাল ( ৫০) নামক এক প্যারালাইজড্ রোগীকে একটি হুইল চেয়ার প্রদান করেন এবং কোমল মতি শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন।

এর আগে এ্যাফেক রেসিডেন্সিয়াল স্কুল, কুমার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার লোকজন ও রোগীদের নিয়ে চিকিৎসা সেবা এবং আমবাড়ী গ্যালাক্সি পালিক স্কুল এ্যান্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে দুটি ফুটবল উপহার দেন।

তিনি বলেন, এখন দেশেকে বদলানোর নতুন সময় এসেছে। আমরা দু ‘হাজার শহীদের রক্ত এবং ত্রিশ হাজার আহতের আহাজারির উপর দাঁড়িয়ে। তারা যে কারনে রক্ত দিয়ে ফ্যাসিষ্ট উৎখাত করেছে তা বাস্তবায়ন করতে হবে। সমাজ ও রাষ্ট্র থেকে অনিয়ম দূর্নীতি দুর করে চাঁদাবাজদের নিশ্চহ্ন করতে হবে। আগামী প্রজন্মের বসবাস হবে বৈষম্যহীন পরবেশে।

এ সময় উপস্তিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর ফুলবাড়ি প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com