• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে হলদিবাড়ি রেল গেট; যেন এক মরন ফাঁদ

Reporter Name / ২৫৪ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার পার্বতীপুর রেল স্টেশনের পার্বতীপুর -খুলনা রুটে হলদীবাড়ী লেভেল ক্রসিংটি যেন এক মরন ফাঁদে পরিনত হয়েছে।

জানা যায়, সংশ্লিষ্ট কতৃপক্ষের অবহেলার কারনে খানাখন্দে পরিনত হওয়ায় মেইন লাইনের উপর সোমবার (২৭ জানুয়ারী) সকাল নটার দিকে প্রতিদিনের ন্যায় একটি সারবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট১৮-৮৫৪৯) বিকল হয়ে আটকে যাওয়ায় ঢাকা খুলনা ও রাজশাহীর সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এমন পরিস্থিতিতে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় উভয় দিক থেকে আসা দুটি আন্তনগর ট্রেন। গেটম্যান কুকিল কুমার লাল পতাকা দেখিয়ে ট্রেন থামিয়ে দুর্ঘটনামুক্ত করে হাজার যাত্রীদের। এতে প্রায় ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আজও ট্রাক খাদে পড়ে আটকে যায়। চারিদিক হৈচৈ শুরু হয়ে যায়। ট্রেন আসার সময় হয়। লোকজন হতভম্ব হয়ে পড়ে। খবর পেয়ে পি ডাব্লু আই সেকশনের কর্মীরা সহ জি আরপি ও মডেল থানার পুলিশ ঘটনাস্হলে ছুটে যান। তার আগেই লাল পতাকায় ট্রেন থামিয়ে দেয়া হয়।

এরপর ট্রাকটি লেভেল ক্রসিং থেকে উদ্ধার করে অন্যত্রে সরানোর পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

ঘটনাস্থলে দাড়িয়ে থাকা আজহারুল ইসলাম বলেন,রেলপথ বিভাগ,সড়ক ও জনপথ বিভাগের দীর্ঘদিনের অবহেলার জন্য এমনটাই বার বার হচ্ছে। তারা খানাখন্দ ঢালাই করে দেয়না টেকসই ভাবে।

মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, মুলত মাছের গাড়ির পানি পড়ে পড়ে খাদা খন্দ হয়ছে। লেভেল ক্রসিংয়ের সড়ক সংযোজিত অংশটুকু স্হায়ী ঢালাই ছাড়া স্হায়ী সমাধান সম্ভব নয়।

স্টেশন মাষ্টার রেজাউল হক জানান, আমরা ঘটনার পর সেখানে যাই ইতোমধ্যে রেলের ইঞ্জিনিয়ারিং সেকশন স্হায়ী সমাধানের চিন্তা করছেন।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com