পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতমা খাতুনের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে অপসারনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
বুধবার ( ১২ ফেব্রুয়ারী) দুপুরে স্হানীয় শহীদ মিনার চত্বরে পার্বতীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরীক কমিটির আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন পালন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরীক কমিটির একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্তর হতে বের হয়ে ইউএনও’র কার্যালয়ে গিয়ে নানা শ্লোগান দিতে থাকে এবং তার অপসারন দাবি করে।
পরে ইউএনও’র কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা খাতুনের ৩ বার বদলির আদেশ হওয়ার পরও তিনি কোন এক অদৃশ্য শক্তির বলে পার্বতীপুরে রয়ে গেছেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। বাক বিতন্ডা চলাকালে বিক্ষোভ কারীরা দু’ঘন্টার মধ্যে তাকে পার্বতীপুর ছেড়ে চলে যেতে বললে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন বলেন, আমি সরকারী চাকুরী করি। রিলিজ অর্ডার ছাড়া আমি কি যেতে পারি ? আমার বদলী চান কি কারনে আমি জানি না বদলী করে আনেন ? আমি চলে যাবো।
তার এমন প্রশ্নের উত্তরে নাগরীক কমিটির প্রতিনিধি তারিকুল ইসলাম তার বিরুদ্ধে এডিবি, জনস্বাস্থ্য খাতসহ নানা খাতে দূর্নীতির অভিযোগ তুলে ধরেন। এক পর্যায় উপজেলা অফিসার কক্ষ ত্যাগ করলে বিক্ষোভ কারীরা চলে যান।
এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেনা বাহিনীর একটি দল ও উপজেলা চত্তরে এসে উপস্থিত হন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, তারা যে আচরন করেছে সে পরিস্হিতি সকলকে বুঝার দাবী করছি। আমার বিরুদ্ধে বলা অভিযোগ গুলোর ভিত্তি কি ?
এ বিষয়ে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের মুঠোফোনে আচ্ছা বুঝতে পেরেছি কথা বলার সাথে সাথে ফোনটি কেটে দেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/