• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

পার্বতীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name / ১৭৮৮ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথিরা ছিলেন, পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকু, মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, রেলওয়ে থানার ওসি সাকিউল আজম, কৃষি কর্মকর্তা রাজিব হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সায়েম, মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ বাবু দীপেশ চন্দ্র সিংহ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়াও প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া খায়ের এর আয়োজন করা হয়।

প্রধান অতিথি হাফিজুল ইসলাম প্রামানিক তার বক্তৃতায় বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। বঙ্গবন্ধুর সোনার বাংলা’র স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর দেশপ্রেম, সাহসিকতা, মানবিকতাসহ অন্যান্য গুণাবলী অনুধাবন ও অনুসরণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাঁরাই আগামীতে আমাদের দেশের কান্ডারী হবে।’


আপনার মতামত লিখুন :

3 responses to “পার্বতীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত”

  1. adviceach says:

    I explained that it was extremely unprofessional that they would just bill me without letting me know the true costs of the tests cronadyn vs priligy

  2. misoprostol This is because peptides help increase the levels of hormones that regulate cell growth and division, promote tissue repair, reduce inflammation, and increase fat burning

  3. This often happened subsequent to new data from the worldwide overview analyses of randomised clinical trials assessing the effects of adjuvant therapy, showing significant benefits in disease free and overall survival EBCTCG, 1992, 1998a, 1998b augmentin 625 price

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com