পার্বতীপু (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কন্দাল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ জুন) উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয় চত্বরে ২০টি ষ্টল স্হাপন ও কৃষকদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাজীব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলার ২ হাজার ৬ শ কৃষককে ২০ কেজি সার ও ৫ কেজি করে ধানের বীজ বিনামুল্যে বিতরন করা হয়। এসময় কৃষক আজিজার রহমান বলেন, কৃষি বান্ধব সরকার না হলে কি আমরা এভাবে অনুদান সহ কৃষিতে ভর্তুকি পেতাম।
তিনি আরও বলেন , আমরা কৃষকের দোর গোড়ায় আছি, যেকোন মূল্যে কৃষক ও কৃষি বাঁচাতে হবে এবং উৎপাদন বৃদ্ধি করতে হবে ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/