টাঙ্গন ডেস্ক
ঠাকুরগাঁও : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে শিক্ষার্থী-জনতা নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারসহ ৯ দফা দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ঠাকুরগাঁও আদালত ও পৌরসভার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখান থেকে আবারও পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হলে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে।
বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষোভকারিরা ঠাকুরগাঁও অপরাজয় ৭১‘রে জড়ো হয়ে প্রথমে টাঙ্গন ব্রীজের পূর্বকোনে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ফেলে। এরপর আবারো পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হলে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা ঠাকুরগাঁও অপরাজয় ৭১‘ চত্বরে জড়ো হতে থাকেন। এরপর ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে স্লোগান শুরু হয়। এ সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মূল সড়কে ব্যারিকেড দেয়।
সেই ব্যারিকেড ভেঙ্গে বৈষ্যম বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত ও পৌরসভার মূল ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে ও বিক্ষোভ মিছিলে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
স্লোগান গুলো হলো- বুকের ভেতর দারুন ঝড়, বুক পেতেছি, গুলি কর’ ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘মানতে হবে মানতে হবে, ৯ দফা মানতে হবে’ এবং ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’।
এর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আদালত চত্বরে যাওয়ার উদ্দেশ্যে আবারো পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হলে পুলিশ লাঠি চার্জ করে। পরে সেখানে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং সড়ক অবরোধ করে। প্রায় চার ঘন্টা বিক্ষোভের পর আন্দোলনকারীরা নিজ গন্তব্যে ফিরে যান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বিক্ষোভকারিরা দ্বিতীয় বার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত এবং পৌরসভার মূল ফটকের সামনে থেকে আদালত অভিমুখে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আমরা তাদের বুঝিয়ে শান্ত করার অনেক চেষ্টা করি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Due to suppression of intestinal microflora Doxycycline Lindox L Capsule reduces prothrombin index which requires dose adjustment of indirect anticoagulants buy priligy 60 mg