• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

“পীরগঞ্জে রেলের জমিতে ভবন নির্মাণ” শিরোনামে জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ১০ম পৃষ্ঠায় এবং কিছু অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন শিরোনামে গত রোববার (৯ মার্চ) একটি সংবাদ পরিবেশন হয় যা আমার দৃষ্টিগোচর হয়েছে।

উক্ত সংবাদে লেখা হয়েছে, “রেলওয়ের আইডব্লিউএর পীরগঞ্জ উপজেলায় কর্মরত রেলখালাসী সামসুন নাহার ওরফে রজনী ও তার পারিবারের সদস্যরা রেলওয়ে স্টেশন সংলগ্ন ও রেলওয়ের প্রাচীর ঘেঁষে অবৈধভাবে পাকাবাড়ি নির্মাণ করছে। রেলওয়ের জমিতে অবৈধভাবে পাকা ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে রেলওয়ের জমি দখল করে আরও স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা বাড়বে বলে সুশীল সমাজ মনে করেন।”

প্রকৃতপক্ষে যে জায়গায় বাড়ি নির্মাণ করা হচ্ছে সে জমিটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে নিয়ম নীতি মেনেই বানিজ্যিক শ্রেণিতে মো: নুরুল ইসলামের নামে লিজ নেওয়া হয়েছে এবং প্রতিবছরই সরকারি নিয়ম নীতি অনুযায়ী খাজনা পরিশোধ করা হয়। সম্পর্কে মো: নুরুল ইসলাম আমার বাবা। জমিটি লিজ নেওয়া আছে আমার বাবা মো: নুরুল ইসলামের নামে অথচ সংবাদে অভিযুক্ত করা হয়েছে সামসুন নাহার ওরফে রজনীকে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সংবাদে আরো উল্লেখ করা হয়েছে, “নির্মাণ কাজের সাথে রেলওয়ের একাধিক কর্মকর্তা জড়িত বলে বিশ^স্ত সূত্রে জানা গেছে” যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার বাবা মো: নুরুল ইসলাম বৈধভাবেই বাড়িটি নির্মাণ করছেন এবং এ বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রেলওয়ের কোন কর্মকর্তা-কর্মচারীই জড়িত নেই।

প্রকাশ থাকে যে, আমাকে ঘিরে যে সংবাদ পরিবেশন করা হয়েছে এ বিষয়ে কোন সংবাদকর্মী আমার সাথে কথা বলেন নি। যেখানে এ বিষয়ে কেউ আমার কোন বক্তবই নেন নি সেখানে কিভাবে আমাকে জড়িয়ে এহেন সংবাদ পরিবেশন করা হয় বিষয়টি খুবই দুঃখজনক।

পরবর্তীতে আমার কর্মস্থল থেকে বাসায় এসে শুনতে পাই যে, কিছু সংবাদকর্মী এসে নিউজ করবে না মর্মে আমার ভাইয়ের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে নিউজ প্রকাশের মাধ্যমে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিবে উপস্থিত নির্মাণ শ্রমিকদের সামনে এমনও হুমকি প্রদর্শন করেন তারা।

মূলত আমি সামসুন নাহার ওরফে রজনী বাংলাদেশ রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। কিছু কু-চক্রিমোহল সংবাদ-কর্মী ভাইদের ভূল তথ্য দিয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন ও আমার ক্ষতিসাধন করার উদ্দেশ্যে এই সংবাদ পরিবেশন করা হয়েছে। যা নারী নির্যাতন ও হয়রাণীর শামীল বটে।

মিথ্যা তথ্যের এ সংবাদে সমাজে আমাকে সম্মানহানী করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী, সামসুন নাহার ওরফে রজনী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com