রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জেলার রানীশংকৈল উপজেলায় ভুট্টাক্ষেত থেকে খাইরুল ইসলাম (৫০) নামে এক নৈশ্য প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি মুহ. আরশেদুল হক।
শনিবার (১ মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ কাশিবাড়ি এলাকায় একটি ভুট্টাক্ষেতে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, খাইরুল ইসলাম এসময় মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে তিনি ওই এলাকার সামসুদ্দিনের মিল চাতালের নৈশ্যপ্রহরীর কাজ করতেন। প্রতিদিনের মতো তিনি শুক্রবার রাতে মিলে পাহারা দিতে আসেন।
শনিবার সকালে পাশের ভুট্টাক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আশেপাশে তল্লাশি চালানো হলে মিলের দরজার তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে চুরির উদ্দ্যেশে এসে তাকে হত্যা করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে, শিঘ্রই অপরাধিদের আইনের আওতায় আনা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Just a smiling visitor here to share the love (:, btw outstanding pattern. “Everything should be made as simple as possible, but not one bit simpler.” by Albert Einstein.
It is appropriate time to make some plans for the longer term and it’s time to be happy. I’ve read this post and if I may just I desire to recommend you some fascinating issues or advice. Perhaps you could write subsequent articles regarding this article. I wish to learn even more things about it!