টাঙ্গন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে পথচারীসহ ৬ জন নিহতের ঘটনাসহ নারী শিক্ষার্থীদের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন বøাট এবং শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদ করার মৌলিক অধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার আওতায় এনে বিচারের দাবী জানিচ্ছে বøাস্ট।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বøাট।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে রংপুর, ঢাকা ও চট্টগামে পথচারিসহ ৬ জন শিক্ষার্থী নিহতের ঘটনায় এবং বহু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ব্লাস্ট।
বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর সহিংসতা এবং হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় ব্লাস্ট তীব্র নিন্দা জানাচ্ছে। এ হামলার ঘটনাগুলোর সুষ্ঠু এবং দ্রুত ও কার্যকরী তদন্ত সাপেক্ষে দায়ী ব্যাক্তিদের জবাবদিহিতার আওতায় এনে যথাযথ বিচারের জোর দাবি জানাচ্ছে সংগঠনটি।
উল্লেখ করা হয়, পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যম হতে জানা যায় যে, গত ১৫ জুলাই ২০২৪, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয় যার মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। গণমাধ্যম সূত্রে আরো জানা যায়, চলমান সহিংসতায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী এবং চট্টগ্রামে পথচারীসহ ৩ জন এবং ঢাকায় ২ জন সহ মোট ৬ জন নিহত হয়েছেন।
ব্লাস্ট সাধারণ শিক্ষার্থী, বিশেষত নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এই ধরনের সহিংসতা সংবিধানে ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে ক্ষুন্ন করে।
ব্লাস্ট নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা ইতিমধ্যে সহিংসতার শিকার হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার দাবী জানাচ্ছে এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ যারা তাদের মৌলিক অধিকার খর্ব করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবী জানাচ্ছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/