খুলনা ব্যুরোঃ সরকারি চাকরিতে কোটা পুনর্বাহলের রায় বাতিল ও কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে টানা তৃতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) বিকেল ৫টায় খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সোনাডাঙা বাইপাস হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোটার কোনো স্থান নাই। কোটা বাতিল করে মেধার মূল্যায়ণ করতে হবে সব জায়গায়। নাইলে ছাত্রসমাজ বসে থাকবেনা। আমরা চাই অতিদ্রুত কোটা পদ্ধতি সংস্কার করে মেধার মূল্যায়ণ করা হোক সবখানে। বৈষম্যমূলজ কোটা পদ্ধতি বাতিল না হলে বাংলার রাজপথে আগুন জ্বলবে।
সমাবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে দেশে অনেক শিক্ষার্থী চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন। তার মধ্যে এই বৈষম্যমূলক কোটা পুনর্বহাল করে মেধাবীদের সাথে অন্যায় করা হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নেবো না। আমরা চাই অতি দ্রুত কোটা পুনর্বাহলের রায় বাতিল করা হোক এবং মেধাবীদের মূল্যায়ণ করা হোক।’
আরেক শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলো কি আজকের এই দিন দেখার জন্য? দেশটা কি এখন শুধু মুক্তিযোদ্ধার সন্তান, নাতিপুতিদের? এই প্রহসনমূলক কোটা পুনর্বহালের মাধ্যমে আমাদের সাথে অবিচার করা হচ্ছে। এই রায় বাতিল না করলে আমরা কঠোর আন্দোলনে নামবো। কোটা বাতিল না করে রাজপথ ছাড়বো না আমরা।’
উল্লেখ্য, গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে, মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/