পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ রেলের রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন প্রদানের অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির আদেশ প্রত্যাহার, এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে রেলের রানিং স্টাফ ও কর্মচারী ঐক্য পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার বেলা ১১ টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করে বি এম শহিদুল আলম রানা (এল এম -গ্রেড ১) বলেন – বিগত আওয়ামী লীগ সরকার তাদের অনিয়ম দুর্নীতির মাধ্যমে রেলের রানিং স্টাফদের ১৬০ বছর ধরে চলতে থাকা রানিং অ্যালাউন্স ২০২১ সালে কিছু ক্ষেত্রে একেবারে বন্ধ এবং কিছু ক্ষেত্রে খর্ব করে।
পরবর্তীতে এ নিয়ে আন্দোলন হলে ২০২৪ সালে মৌখিক আদেশে চালু হয়। কিন্তু অদ্যবধি মন্ত্রণালয় কোন লিখিত আদেশ জারি করেনি। এতে করে তাদের অল্যাউন্স নিয়ে যেন কোনো সময় জটিলতা সৃষ্টি হতে পারে। এদিকে ২০২২ সালে যেসব রানিং স্টাফ নিয়োগ দেওয়া হয় তাদের বেতন পেনশনে সেই সুবিধা কমিয়ে দেওয়া হয়। যা সম্পূর্ণ বৈষম্য। বর্তমান তাদের দাবি জমা পুরনের প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে কোন অগ্রগতি নেই।
আগামী ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মানা না হলে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা। বক্তব্য রাখেন রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি সানোয়ার হোসেন, লোকোমাষ্টার সাইফুল আজম প্রমুখ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/