রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি : জেলার রাণীশংকৈল উপজেলায় রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে যেনতেন ভাবে কাজ করা হচ্ছে বলে অভিয়োগ স্থানীয়দের।আর এই অনিয়ম গুলো ঠিকাদার প্রতিষ্ঠান ও এলজিইডি’র যোগ সাজসে করা হচ্ছে বলে জানান তারা।
জানা গেছে, আই আর আইডিপি প্রকল্পের আওতায় ভাংবাড়ী ক্লিনিক হতে মধ্যপাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকাকরণের জন্য টেন্ডার আহ্বান করে এলজিইডি। টেন্ডারে ৪৫ লক্ষ টাকা চুক্তি মূল্যে কাজটির দায়ীত্ব পান তন্ময় এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান। সে অনুযায়ি ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করার কথা । কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন নিম্ন মানের ইটের খোয়া ও বালী ব্যবহার করে রাস্তার সাববেইজ ও ডাব্লিউবিএমের কাজ শেষ করেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে হাত দিলেই উঠে আসছে সড়কের কার্পেটিং!
স্থানীয় বাসিন্দা দরিমুল বলেন, ‘রাস্তাটিতে প্রথম থেকেই নিম্ন মানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে রাস্তার কাজ শেষ না হতেই পাশের কিছু কিছু জায়গায় এজিং ভেঙে গেছে। যে ইট ব্যবহার করা হয়েছে রোলার মেশিন দিয়ে রোলিং করার পরে ইট পাউডার হয়ে গেছে। যে ভাবে রাস্তার করা হচেছ কিছুদিন পরেই ভেঙ্গে যাবে।
রফিকুল বলেন, রাস্তার কাজে তিন নম্বর গড়েয়া ইট এনে খোয়া বানিয়ে ব্যবহার করা হয়েছে। আমরা মানা করা সত্ত্বেও ঠিকাদারের লোকজন ক্ষমতা দেখিয়ে তারা ওই ইটের খোয়া ব্যবহার করেছে। অল্প দিনেরই রাস্তা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে জনগণের কোটি কোটি টাকা গোচ্ছা যাচ্ছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক তন্ময় বলেন, কাজটি আমরা ভালো ভাবেই করছি। নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে কি না এটা দেখার দ্বায়িত্ব এলজিইডির ।
রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, আমাদের জেলা প্রকৌশলী রাস্তা পরিদর্শনে এসেছেন। তিনি দেখে সিদ্ধান্ত দিবেন। যদি কোথাও ত্রুটি থাকে তাহলে সেজায়গায় সংস্কার করা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/