• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ব্র্রি ধান-১০৩ এর নমুনা শস্য কর্তন

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রথমবার চাষাবাদ হওয়া আমন ধানের নতুন জাত ব্রি ধান-১০৩ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ শস্য কর্তন উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাকেরিনা ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল জানান, এবারেই প্রথমবার আমন মৌসুমে পার্টনার প্রকল্পের আওতায় ২টি প্রদর্শনীতে ১২ বিঘা জমিতে আবাদ হয়েছে ব্রি ধান ১০৩। আমন মৌসুমে এ ধানটি বীজতলা থেকে ধান কেটে ফসল ঘরে তুলতে মাত্র ১২৮-১৩৩ দিন সময় লাগে। প্রতি বিঘায় ২৪-২৫ মণ ধান ফলন হয়েছে। যা অন্য আমন ধানের চেয়ে ৫-৭ মণ বেশি। আমরা আশা করছি আগামী মৌসুমে ব্রি ধান ১০৩ এর চাষাবাদ আরও বাড়বে।

কৃষক রাজু ইসলাম জানান, ৬ বিঘা জমিতে ব্রি ধান ১০৩ চাষাবাদ করেছি। রোগ বালাই খুবই কম হওয়ার কারণে অতিরিক্ত স্প্রে লাগে না, তাই উৎপাদন খরচ কম। বিঘা প্রতি ২৫ মণ ধান ফলন হচ্ছে। অথচ অন্য সব ধরনের আমন ধান ১৮-২০ মণ প্রতি বিঘায় ফলন হচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, দুটি প্রদর্শনীতে ১২ বিঘা জমিতে আবাদ এবং স্থানীয় শতাধিক কৃষককে প্রশিক্ষণ চলাকালে ব্রি ধান ১০৩ আবাদে বেশ আগ্রহ দেখা গেছে অন্যান্য কৃষকদের মাঝে। আগামীতে নতুন জাতের এই ধানটি আবাদের পরিধি ব্যাপক ভাবে বাড়বে বলে আশা করছেন তারা।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com