রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে জেলার রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাছিম ইকবাল, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Üsküdar tesisat kaçak tespiti Kırmadan su kaçağını tespit etmeleri beni çok memnun etti. Tavsiye ederim. https://melaninbook.com/read-blog/42112