নিজস্ব প্রতিবেদক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : জেলার বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল সড়কে গাছের ডাল পড়ে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলার কুমারগঞ্জ বাজার এলাকায় ঘটনা ঘটে।
মৃত ইসমাইল হোসেন (৪৫) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের জমিরুল ইসলামের ছেলে। তিনি লাহীড়ি ভূমি রেজিষ্ট্রার কার্যালয়ের একজন দলিল লেখক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমারগঞ্জ এলাকার কামাল ও শাহজামাল দুই ভাই মিলে মহাসড়কের পাশে গাছ কাটছিলো। এমন মোটরসাইকেল চালক ইসমাইল ওই এলাকায় গেলে তার মাথার উপর গাছের কাটা ডাল ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, সড়কের ধারে যে গাছ গুলো কাটা হচ্ছিল সে গুলো সড়ক বিভাগের মালিকাধীন গাছ। বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ গুলো কাটা একদিকে যেমন অপরাধ। অপরদিকে সর্তকতার কোন বালাই ছিল না।
নিহতরে চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে শ্যালিকার বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় কুমারগঞ্জ এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে। এভাবে চলন্ত সড়কে গাছ কাটাটা একেবারেই ঠিক হয়নি।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, গাছ কাটার সময় অসতর্কতার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://slotbet.online/