রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: জেলার রাণীশংকৈল উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে ।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের লধাবাড়ী এলাকার ইমরান আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃত ইমরান (৩২) হলেন- কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দচহট লধাবাড়ী এলাকার হায়দার আলীর ছেলে।
গ্রেপ্তারের ঘটনায় বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় মামলা দিয়ে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল বুধবার (০২ অক্টোবর ) সকালে লধাবাড়ী গ্রাম থেকে ইমরান আলীর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার ঘরে তল্লাশি করে ছোট একটি লাল কাপড়ের ব্যাগের ভিতরে ১২টি আলাদা প্যাকেট থেকে ২হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ১২ লক্ষ টাকা।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করা হয়।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিদর্শক ) মো. ফরহাদ আকন্দ বলেন, মাদককারবারি ইমরান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইমরান আলীকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, মাদকসহ ইমরান আলী নামের এক মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/