খুলনা ব্যুরোঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদারকে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ধাওয়া দিয়ে বের করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।
রোববার ( ১১ আগষ্ট) সকালে তিনি তার নির্ধারিত কক্ষে বসতে গেলে তার হাতে নির্যাতিত কর্মচারিরা তাকে ধাওয়া দেয় এ সময় মনোজ পালিয়ে রক্ষা পায়। এ সময় বিক্ষুদ্ধ কর্মচারিরা তার কক্ষে প্রবেশ করে ভাংচুর ও তার নেমপ্লেট খুলে ফেলে।
বিক্ষুদ্ধ কর্মচারীরা জানায়, প্রতিষ্ঠানের উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া’র দাপট দেখিয়ে ব্যাপক অনিয়ম করেছে। সম্প্রতি কুয়েটের কর্মচারি নিয়োগে নিজের দপ্তরে বৃষ্টি বিশ্বাস নামে তার এক শ্যালিকাকে ভূয়া অভিজ্ঞতার সনদ দেখিয়ে পাবলিকেশন সহকারী পদে চাকরিও দিয়েছে।
এছাড়া টেন্ডার বানিজ্য, জনবল নিয়োগ, ভর্তি বানিজ্য, শিক্ষার্থীদের আবাসিক হলে সিট বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে মনোজের বিরুদ্ধে।
মনোজের আশ্রয়দাতা হিসেবে প্রতিষ্ঠানের উপাচার্য ও উপ উপাচার্যর নাম উঠে আসে। অপর একটি সুত্র জানায়, বৃষ্টি বিশ্বাস মনোজ কুমার মজুমদার এর শ্যালিকা হওয়ায় তার সাথে অনৈতিক সম্পর্ক থাকার কারণে মনোজের স্ত্রীর সাথে অনেকদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
does priligy work However, factor IX increases with age and use of combined oral birth control pills