ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২ জন।
শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে ঠাকুরগাঁও -বালিয়াডাঙ্গী মহা সড়কের ভেলাজান ভেলাপুকুর মসসিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম (৪৫) জেলার রাণীশংকৈল উপজেলার পৌরশহরের শিবদিঘি এলাকার মৃত.আব্দুল হামিদের ছেলে। সে ভূমি জরিপকারী (আমিন) বলে জানা গেছে।
আহতরা দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও শহর থেকে সিএনজিতে (পাগলু) করে রাণীশংকৈলে আসার পথে ঠাকুরগাঁও -বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান ভেলাপুকুর মসসিজ সংলগ্ন এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্হানীয়রা
তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।
এ ইসলাম/ টাঙ্গন টাইমস
https://slotbet.online/