• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৯

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাক ও সিএনজি’র (ত্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শিশুসহ অন্তত ৯ জন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত আট টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের লক্ষীপুর ডেবাঢাঙ্গী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মধুপুর গ্রামের আমিরুলের ছেলে আরফান (২৩) ও একই উপজেলার চেয়ারম্যান পাড়া গ্রামের দিনা রামের ছেলে জয়ন্ত রায় (২৯)।

আহতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের নাছির উদ্দিনের মেয়ে মহসিনা বেগম (৪৫), একই গ্রামের আব্বাস আলীর মেয়ে আসিয়া জান্নাত (৩) এবং পীরগঞ্জ উপজেলার জামাই বাড়ী গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী আকলিমা (২২) সহ ৯ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি (ত্রি-হুইলার) ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের লক্ষীপুর ডেবাঢাঙ্গী নামক স্থানে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। এ সময় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তারিত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রাকের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com