• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা !

Reporter Name / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ঠাকুরগাঁওয়ে ২ দিন ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এতে করে প্রশংসায় ভাসছেন তারা।

বুধবার (৭ আগষ্ট) সকাল থেকেই শহরের চৌরাস্তা, পুরাতন বাসষ্ট্যান্ড, আমতলা মোড়, আর্ট গ্যালারী, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের।

শহরের চৌরস্তায় গিয়ে দেখা যায়, মুখে বাশি, রোদের কারনে মাথায় ছাতা নিয়ে স্বেচছাসেবক হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। সব সময় চৌরাস্তায় যানযট লেগে থাকলেও শিক্ষার্থীদের কথা শুনছেন সাধারণ মানুষ জনও। এ কারনে চৌরাস্তাসহ গুরুত্বপুর্ন স্থানগুলোতে কোন রকম যানযট লক্ষ্য করা যায়নি।

দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্য, ইসলামি ছাত্র আন্দোলন, নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকেও স্বেচছাসেবকের দায়িত্ব পালন করা হচেছ। শিক্ষার্থীরা যে যতটুকু সময় পারছে দায়িত্ব পালন করছে, তারপর নতুনরা এসে দায়িত্ব নিচেছন।

শিক্ষার্থীরা ইউটার্ন নিতে নিষেধ করে ট্রাফিক আইন মানার জন্য অনুরোধ করছেন। বিশেষ করে হেলমেটবিহীন মটরসাইকেল চালকদের অনুরোধ করছেন হেলমেট পরে গাড়ি চালানোর জন্য। এ বিষয়গুলো স্বচোক্ষে চিত্র গুলো দেখার জন্য সাধারণ মানুষও দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন ।

শহরের চৌরাস্তায় দুপুর ২ টার দিকে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে আদর, গালিব, রাতুল, আবির, তুষার, আবির সিনিয়রসহ বেশকিছু শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। সাথে বেশ কয়েকজন আনসার সদস্য ও ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

মো: আরমান আলী নামে এক অটো চালকের সাথে কথা হলে তিনি জানান, শির্ক্ষার্থীদের আমরাও সহযোগিতা করছি। তাদের এ উদ্যোগকে সাধুবাধ জানাই।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, শিক্ষার্থীরা অনেক ভাল ও মহৎ একটি কাজ করছে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/