• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :

নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

৭ ডিসেম্বর, ২০২৪ : নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ রাজধানীতে রোকেয়া রান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ও বিডি রানার্স-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম আজ ভোর সাড়ে ৬ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে “পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যের ‘রোকেয়া রান’ উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে নারী-পুরুষের একটি সম্মিলিত দল দৌড়ে শাহবাগ-রোকেয়া হল-ফুলার রোড হয়ে আবার শহীদ মিনারে ফিরে আসেন।

উদ্বোধনী বক্তব্যে ফৌজিয়া মোসলেম বলেন, রোকেয়া রান নারীর সকল জড়তা, ক্লান্তি এবং আড়ষ্টতা কাটিয়ে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। বেগম রোকেয়ার অনুসারীরা তাঁর স্বপ্ন বাস্তবায়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা প্রতিষ্ঠার আন্দোলন করে চলেছে, তার জয় হবেই। তিনি সবাইকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।

মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, এই উপমহাদেশের তথা বিশ্বের একজন নারীবাদী, চিন্তক, দার্শনিক এবং লেখক রোকেয়া সাখাওয়াত হোসেন নারী-পুরুষ সকলকে নিয়ে সম্মিলিতভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করেছিলেন। তাঁর জন্মের বহু বছর পর হলেও আজকের সমাজ, নারীসমাজ এবং রাষ্ট্র তাঁর ভাবনাকে গ্রহণ করেছে। বিশ্বব্যাপি তাঁরই আদর্শ বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা চলেছে।

তিনি বলেন, আজকের বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ০৫ নং লক্ষ্যমাত্রা ‘জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও কন্যাদের ক্ষমতায়নের মধ্য দিয়ে রোকেয়ার স্বপ্নের প্রতিফলন আমরা দেখতে পাই। তাঁর স্মরণে ‘রোকেয়া রান’ কর্মসূচির আয়োজন করে সমাজকে আরো এগিয়ে নিতে নিজেদের উদ্বুদ্ধ করাই আমাদের এ আয়োজনের লক্ষ্য।

বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী ও পর্বতারোহী নিশাত মজুমদার বলেন, রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারী-পুরুষের সমতা অর্জন এবং সহিংসতামুক্ত পরিবার ও সমাজ গড়ার লক্ষ্যে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে।তিনি প্রতিবছর এই দিনটিতে ‘রোকেয়া রান’কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্য শেষে দৌড়ের নিয়ম-নীতি ও রুট সম্পর্কে অবহিত করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর। এরপর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন ও রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রোকেয়া কমিউনিটি রান’র আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা।

কমিউনিটি দৌড় শেষে সংহতি প্রকাশ করে রানার্স একটিভিস্ট এর মধ্যে বক্তব্য রাখেন, বসুন্ধরা কমিউনিটি, আগারগাঁও কমিউনিটি, অভিযাত্রী কমিউনিটি, চন্দ্রিমা রানার্স ও মিরপুর রানার্স এর সদস্যবৃন্দ। এ কর্মসূচিতে বিডি রানার্স-এর একটিভিস্ট ও সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রী, কর্মকর্তা এবং সাংবাদিকসহ প্রায় ২০০ জন অংশ নেন।

মোঃ লিখন/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com