ঠাকুরগাঁও প্রতিনিধি : নিয়ম নীতির তোয়াক্কা না করে ঠাকুরগাঁও সদর উপজেলার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে কর্মচারি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অপরদিকে সেই বিজ্ঞপ্তি বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির এক সদস্য।
জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, কোন বিদ্যালয়ে শিক্ষক কর্মচারি নিয়োগের জন্য দেশের বহুল প্রচারিত স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং বিজ্ঞপ্তিতে আবেদনকারীকে আবেদনের জন্য নন্যুতম ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার কথা। এছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারনার কথা বলা রয়েছে।
অভিযোগে জানা গেছে, স্কুল কর্তৃপক্ষ নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারিকে আবেদনের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ নিজেদের পছন্দের লোককে চাকুরী পাইয়ে দেওয়ার জন্য সু-পরিকল্পিত ভাবে ১০ দিনের সময়সীমা উল্লেখ করে স্থানীয় একটি দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জাতীয় দৈনিক পত্রিকা এবং প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারনার কথা বলা থাকলেও কর্তৃপক্ষ তা করেননি।
অভিযোগকারি স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি বলেন নিজেদের পছন্দের লোককে চাকুরী পাইয়ে দেওয়ার নাম করে এই অনিয়ম গুলো করেছে স্কুল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিমল কুমার রায় বলেন, সভায় রেজুলেশন করেই বিজ্ঞপ্তি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; সেখানে সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ১৫ দিনের স্থলে ১০ দিনের মধ্যে দরখাস্ত আহবানের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সেটা প্রধান শিক্ষক জানেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার বলেন, নিয়োগের যাবতীয় নীতিমালা অনুসরণ করেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেজুলেশন ও অন্যান্য বিষয়ে যে অভিযোগ করা হয়েছে সেটি সঠিক নয়। আর দরখাস্তকারীদের ১০ দিনের সময়সীমার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জেনেই সেটি করেছি।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আকতার বলেন, উচ্চ বিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে দরখাস্ত আহবানের সময়সীমা কমপক্ষে ১৫ দিন দিতে হবে। জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের নিয়োগের বিজ্ঞপ্তির ব্যাপারে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে, সেখানে স্থানীয় সংসদ সদস্যও বিষয়টি তদন্তের জন্য সুপারিশ করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। যে কোন নিয়োগের ক্ষেত্রে নীতিমালার মধ্যে আমাদের যে অংশটুকু সেটি আমরা খতিয়ে দেখে অসংগতি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/