ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কশালগাঁও গ্রামের বাসিন্দা রুহিয়া উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক শামীম আকতার হেনু’র বড় ছেলে শাকিল আক্তার পাভেল (৪৮) এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জানুযারী) বাদ আছর সেনিহারী পুকুর পাড় ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে চিনিকলা মাদরসা সংলগ্ন গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার জানাজার নামাজে ইমামতি করেন রুহিয়া ছালেহীয়া মাদরাসার আরবী প্রভাষক ও রামনাথ হাট মসজিদের খতিব মওলানা আব্দুল মকসেদ ।
মৃত্যুকালে তিনি বাবা মা স্ত্রী ও একজন কন্যা রেখে গেছেন।
শাকিল আকতার পাভেল দীর্ঘ কয়েক বছর যাবত কিডনি রোগে ভুগছিলেন । তিনি একমাত্র মেয়ের লেখাপড়া ও নিজের চিকিৎসার জন্য রাজশাহীতে বসবাস করে আসছিলেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনী রোগের নিয়মিত ডায়ালাইসিস করতেন।
সর্বশেষ তিনি সপ্তাহে ৩দিন ডায়ালাইসিস করে আসছিলেন।গত এক সপ্তাহ পূর্বে তিনি কিডনি রোগে রাজশাতী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ।
বৃহস্পতিবার সন্ধ্যা রাত ৮ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন- (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/