• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:২২ অপরাহ্ন

রংপুরে ফুটপাত ক্ষুদ্র ফল ব্যাবসায়ী সমিতিরি সাংস্কৃতিক আয়োজন

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনমজুর ফুটপাত ক্ষুদ্র ব্যাবসায়ী কমিটির আয়োজনে সাধারণ সম্পাদক অলিয়ার রহমানের আহবানে কম্বল বিতরন,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে বুধবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রংপুর জেলা স্কুল মাঠে।

সেখানে কাচারী বাজার ফুটপাত ফল বসাবসায়ীসহ হত দরিদ্র মানুষের মাঝে ৩০০ কম্বল বিতরন করা হয়। দিনমজুর ফুটপাত ক্ষুদ্র ফল বসাবসায়ী কমিটি কাচারী বাজার মহানগর রংপুর সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্ব বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক রবিউল ইসলাম ফয়সাল, অতিরিক্ত ডি আইজি মোহাম্মদ শফী উদ্দীন,বিশিষ্ট শিল্পপতি এমদাদুল হক ভরসা, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গণকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি চামড়া ফাঠা দিনমজদুর পার্টীর কেন্দ্রীয় আহবায়ক আতিকুর রহমান আতিক,উপদেষ্টা সদস্য ওয়াসীম বারী রাজ,বামনেতা ও ঠিকাদার খায়রুল কবির রানা,ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর শাখার সভাপতি মোহাম্মদ ইকরামুল হকসহ অনেকে।

সভায় চামড়া ফাটা দিন মজুর পার্টীর কেন্দ্রীয় আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান বলেন, হত দরিদ্র মানুষের খবর কেউ রাখে না। অথচ তারাই দেশের মালিক। তাদের অধিকার প্রতিষ্ঠায় আজীবন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন তিনি। বাম রাজনীতি ধারার লড়াকু পিতা কমরেড ওয়াজেদ আলীর পথ অনুসরণ করেই তার বাম পথে রাজনীতির ময়দানে পথ চলা বলেও তিনি উল্লেখ করেন।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

One response to “রংপুরে ফুটপাত ক্ষুদ্র ফল ব্যাবসায়ী সমিতিরি সাংস্কৃতিক আয়োজন”

  1. Lastly, understanding the socio-political context is crucial for doing business in Iraq Iraq Business News provides context and updates to ensure businesses can navigate the complexities of the market effectively

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com