পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : বুধবার (১৯ মার্চ) পার্তীপুর উপজেলার বিভিন্ন স্হানে এতিমখানায় ঘুরে ঘুরে ইফতারের জন্য খেজুর এতিমদের হাতে তুলে দিয়েছেন উপজেলা ত্রান কর্মকর্তা মোঃ সানাউল্লাহ।
তিনি একটি ব্যক্তিগত পরিবহন ভাড়া করে দুপুর থেকে শুরু করে ইফতারের পুর্ব পর্যন্ত হরিরামপুর ইউনিয়নের প্রতিটি এতিম খানায় ৪ কেজি করে খেজুর এতিমদের হাতে তুলে দেন।
ওই ইউনিয়নের যেসব এতিমখানায় এসব বিতরন করা হয় তার মধ্যে পাকুরিয়া এতিমখানা,শালবন মাদ্রাসা এতিমখানা,এছাকিয়া মাদ্রাসা এতিমখানা,হরিরামপুর মৌলভীর ডাঙা এতিম খানা ও খয়ের পুকুর হাট দারুস সালাম হাফেজিয়া এতিম খানার নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
একই ভাবে পর্যায়ক্রমে পৌর শহর থেকে গোটা উপজেলার এতিমখানা গুলোতে এই বিতরণ কার্যক্রম চলবে বলে একটি দায়িত্বশীল সুত্রে টাঙ্গন টাইসকে জানায়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/