হিলি (দিনাজপুর) সংবাদদাতা :“দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব পালিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা সমাজসেবা অফিসার শুভ্রপ্রকাশ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় উপজেলা মৎস্য অফিসার হানিফ উদ্দিন, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরিফুল ইসলাম, ২৪ জুলাই গণ অভ্যুথান আহত শিক্ষার্থী তাসমিয়া সহ আরও অনেকেই বক্তব্য দেন।
পরে দুস্থ অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/