পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : স্পেন-বাংলাদেশ এ্যগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের আয়োজনে সোমবার (২৪ মার্চ) সৈয়দ পুরের রিসোর্ট সেন্টার ইকো পার্কে পার্বতীপুরে কর্মরত সকল সাংবাদিকদের সন্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়ার পুর্বে কোম্পানির কো-অর্ডিনেটর শামীম আহমেদ এতদাঞ্চলের ভুট্রাসহ কৃষিজাত পণ্যের কি কি খাদ্য সামগ্রী তৈরি করে আন্তর্জাতিক মানে সমগ্র পৃথিবীতে বাজার জাত করবে বিশেষ করে পার্বতীপুরে অবস্থিত চন্দ্রপুরের কোম্পানি থেকে তার বর্ননা তুলে ধরেন।
এছাড়াও ফ্লিপচার বোর্ডে প্রজেকটরের মাধ্যমে বিদেশে প্রোডাকটিভ সেইম কোম্পানির নানা কার্যক্রম ও স্হানীয় কোম্পানির অগ্রগতি প্রদর্শন করেন। পাশাপাশি এলাকায় সিএসআর কার্যক্রমের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে তাদের কোম্পানি কিভাবে সহায়তা করছে তার চিত্র তুলে ধরেন।
এরপর একটি সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন পার্বতীপুরের প্রবীন সাংবাদিক নিউ নেশন প্রতিনিধি ও দিনাজপুরের কাগজ প্রকাশক সম্পাদক মোহাম্মদ শামসুল হুদা স্হানীয় দৈনিক মানব বার্তার প্রকাশক সম্পাদক সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক,দৈনিক ভোরের কাগজের পার্বতীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল ও দৈনিক করতোয়ার পার্বতীপুর প্রতিনিধি মনজুরুল আলম প্রমুখ।
ইফতার ও দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
su kaçağı bulma Ekibin işine olan hakimiyeti güven vericiydi. https://www.balikesiraktuel.com/firma-rehberi/uskudar-su-tesisatcisi-25