ঠাকুরগাঁও প্রতিনিধি : নিখোঁজের দুইদিন পরে ঠাকুরগাঁও পৌর শহরের মাদ্রাসাপাড়া মহল্লা থেকে ১২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ তরুনকে আটক করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে শিশুটির বাড়ির পাশে গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিএম ফিরোজ ওয়াহিদ।
নিহত নিবির (১২) ঠাকুরগাঁও পৌর শহরের মাদ্রাসাপাড়া মহল্লার আব্দুস সালামের ছোট ছেলে। বাবা বিদেশ প্রবাসী। সে সালন্দর কৃষ্ণপুর সরকারি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিলেন।
আটককৃতরা হলেন আলিফ (১৬) একই মহল্লার শিপনের ছেলে এবং লিখন (১৭) বজলু মাষ্টারের ছেলে।
নিহতের পরিবার জানায়, নিবির গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় বাসা থেকে বের হলে আর ফেরেনি। আজ সকাল ৬টার দিকে নিবিরের মরদেহ বাসার পাশে গলিতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আলিফ ও লিখন নামে দুই তরুনকে আটক করা হয়। লিখনের ফেসবুক আইডিতে দ্ইু বন্ধুর ছবি আপলোড করে ষ্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লিখা আছে কিরে আসামী কি খবর.. বাসায় কেমন লাগে ?
নিহত নিবিরের মা শিল্পী বেগম বলেন আলিফ আমার ছেলেকে গেম দেওয়ার নাম করে ৩ হাজার টাকা নিয়েছিল। সেটা নিয়ে বাকবিতন্ডা হয়। এর আগে থেকে তাদের পারিবারিক দ্ব›দ্ব ছিল বলে জানায়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিএম ফিরোজ ওয়াহিদ বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
https://slotbet.online/