টাঙ্গন ডেস্ক, ঠাকুরগাঁও : সহকারি শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবীতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করে।
এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি কমল কুমার রায়, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সভাপতি মিজানুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মজলুম পারভেজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা ভাবে বঞ্চিত। আমরা শিক্ষকরা উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু আমাদের বেতনের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে দেখা গেছে কিছু পদে উচ্চ শিক্ষিত না হয়েও ৯ম ও ১০ গ্রেডে বেতন ভাতা পাচ্ছে। তাই আমাদের দাবী প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে এবং সহকারি শিক্ষকদের ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে।
এ সময় শিক্ষকরা বিভিন্ন ফেষ্টুনে দাবী উল্লেখ করেন, দাবী গুলো হলো-
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/