টাঙ্গন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কথিত চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন।
আদালত মামলাগুলো বাতিলের প্রশ্নে জারি করা রুল যথাযথ (এবসিলিউট) ঘোষণা করে রায় দেন। এর ফলে চারটি মামলা থেকে তারেক রহমান মুক্তি পেলেন।
মামলা বাতিলের পক্ষে তারেক রহমানের আইনজীবীরা আদালতে জোরালোভাবে যুক্তি তুলে ধরেন। তারেক রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও সানজিদা সিদ্দিকীসহ বিএনপির অন্যান্য আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত রায়ে উল্লেখ করেন যে, মামলা বাতিলের পক্ষে পর্যাপ্ত প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করা হয়েছে, যা মামলাগুলো বাতিল করার জন্য যথেষ্ট। এ রায়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে উত্থাপিত এই মামলাগুলোর কার্যক্রম বন্ধ হলো, যা তার রাজনৈতিক জীবন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ২৩ অক্টোবর, ২০২৪ (বাসস)
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/