ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সকাল ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, সদর উপজেলার সভাপতি নাছিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকেরা।
শিক্ষকরা তাদের বক্তব্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দুর করার দাবি জানান। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে তাদের দাবিসমূহ পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/