টাঙ্গ ডেস্ক : দৈনিক দেশবাংলা প্রত্রিকার ঠাকুরগাও প্রতিনিধি মামুন অর রশীদ মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও অবস্থান কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিক সমাজ। এ সময় ঘটনার সাথে জড়িত ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুর রহমানসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবী জানান তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, বিশাল রহমান, এমদাদুল ইসলাম ভূট্টো, তানভীর হাসান তানু, জিয়াউল হক বকুল, সোহেল রানাসহ অনেকে।
আরও পড়ুন : বিএনপি নেতার অপকর্ম ফাঁস করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
বক্তারা বলেন দেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে গেলেও আরেক ফ্যাসিবাদের জন্ম নিচ্ছে। আজকে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তারা বলেন সাংবাদিক মামুনের উপর যারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারেে বিএনপি নেতা জুবাইদুর রহমানসহ তার বাহিনীর সদস্যরা মামুনের উপর হামলা চালায় এবং বেধরক মারপিট করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
[…] ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা বহিস্কার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রত… বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক […]