• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে টাটা’র নতুন শো-রুম উদ্বোধন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ঠাকুরগাঁওয়ে রোজিনাসহ আটক-৪ রেলওয়ের অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে -ফাওজুল কবির খান সংসারের হাল ধরতে চেয়ে নিজেই এখন বোঝা ; গুনতে হচ্ছে মৃত্যুর প্রহর! আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত ২৬ নভেম্বর থেকে সাত দিনব্যাপী খুলনায় বিভাগীয় বইমেলা দেশকে এমনভাবে গড়তে চাই, জনগণই হবে সকল ক্ষমতার মালিক-প্রধান উপদেষ্টা সাফ ফুটবল জয়ী তিন কন্যাকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সংবর্ধনা

ঠাকুরগাঁও-১ আসনে নৌকার কান্ডারী হতে চান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো!

Reporter Name / ৮৭০ Time View
Update : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশিদের দৌড়ঝাপ। বিশেষ করে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এছাড়াও দলীয় মনোনয়ন পেতে স্থানীয় নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতাদের কাছেও ধরনা দিচ্ছেন অনেকে।

ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন নিজেকে যোগ্য, স্মার্ট ও দূরদিনে দলের পাশে থাকা এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। তিনি বর্তমানে জেলা আওয়ামীলীগের সদস্য, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০১১ সাল হতে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, ঠাকুরগাঁও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা ফুটবল ফেডারেনের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

এ্যাড. অরুনাংশু দত্ত টিটোর জন্ম ১৯৬৪ সালের ২৫ সেপ্টেম্বর। তিনি শিক্ষা জীবন শুরু করেন ঠাকুরগাঁও থেকে। শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি পাশ করার পর ঠাকুরগাঁও সরকারি কলেজ হতে ১৯৮৩ সালে এইচএসসি, ১৯৮৫ সালে বি.কম সম্পন্ন করে ২০১২ সালে এলএলবি ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবনে তিনি বামধারার ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন দায়িত্বও পালন করেছেন তিনি।

১৯৯৭ সাল হতে ২০০৫ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে ঠাকুরগাঁও জেলা শাখার দায়িত্ব পালন করেন এবং ২০০৫ সাল হতে ২০১২ সাল পর্যন্ত কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন। এরপর জেলা যুবলীগের সভাপতি এবং ২০১২ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৯ সালে পূনরায় সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আ’লীগের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সরকারের উন্নয়ন কর্মসূচী তুলে ধরে ঠাকুরগাঁওয়ের উন্নয়নসহ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন স্থরের মানুষের সাথে কুশল বিনিময় করছেন। তিনি মনে করেন বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং তিনিও চান প্রতিটি নির্বাচনী এলাকায় পরিচ্ছন্ন যোগ্য এবং স্মার্ট প্রার্থী মনোয়ন দেওয়া।

২০০১ সালে জামায়াত ক্ষমতায় আসার পর মিথ্যা মামলা, হয়রানি, নির্যতানের শিকার হয়ে এলাকা ছাড়া হন। বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়াসহ ৮টি মামলা দেওয়া হয়। ২০০৭ সালে এই সকল মিথ্যা মামলায় ৭ মাস কারাবরণ করতে হয়েছে এই নেতাকে। ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনা ডাকে সকল আন্দোলন সংগ্রামে যুবলীগকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামাতের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেন তিনি।

এতেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা মামলা দেওয়া হয়। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ষড়যন্ত্র, বিএনপি জামাতের নাশকতায় ভোটাররা কেন্দ্রে আসতে না পারায় ১ লাখ ১৮ হাজার ভোট পেয়ে অল্প ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। পরবর্তীতে তিনি ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার প্রতিকে নির্বাচন করেন। সেই নির্বাচনে ১ লাখ ২৬ হাজার ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের পরিকল্পনা পূর্বক বাস্তবায়ন করে চলেছেন, যা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে।

তিনি বলেন আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন আন্দোলন সংগ্রামে দলের সাথে থেকেছি, আন্দোল করতে দলের দীর্ঘদিন কারাবাস বরণ করেছি। আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা নিজেরাই এলাকায় প্রচার প্রচারনা চালাচ্ছে। তিনি আরও বলেন নেত্রীসহ কেন্দ্রীয় নেতারা ঠাকুরগাঁওয়ের রাজনীতি এবং নেতাদের সম্পর্কে জানেন। তাই আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই, যদি নেত্রী দলীয় মনোনয়ন দেন।

এছাড়াও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেনঠাকুরগাঁও আসনের বর্তমান সংসদ  রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্র নাথ রায় ও সদস্য সাহেদুল ইসলাম সাহেদ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com