ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি ও জমি দখলের মামলায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। সেইসঙ্গে তাকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবুল ১০ কোটি টাকা চাঁদা দাবি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় মাজহারুল ইসলাম সুজন এবং তার পিতা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার মাজহারুল ইসলাম সুজন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিনের আবেদন করা হয়। আদালত জামিন মঞ্জুর না করে তাকে জেলগেটে দুইদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/