ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ২’শ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার শাড়ী, পাঞ্জাবী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজ মাঠে ‘আমরা গড়েয়াবাসী’র উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও অসহায় এক ব্যক্তির হাতে নগদ ৫’হাজার টাকা প্রদান করা হয়।
আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার মো: মোদাচ্ছের হোসেন, গড়েয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো: সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার, জেলা বিএনপি নেতা এ এম এস রোকন উদ্দীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আমরা গড়েয়াবাসী’র সহ-সভাপতি মো: মোজাহারুল ইসলাম লাবলু, সহ-সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম ভূট্টো, দপ্তর সম্পাদক মো: মনাইউন ইসলাম. অর্থ সম্পাদক মো: ইউনুস আলী টুটুলসহ অনেকে ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস