ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে টানা চতুর্থ দিনের মতো দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে ঠাকুরগাঁও জগন্নাথপুরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই কর্ম বিরতি পালন করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন পল্লী বিদ্যুৎ বোর্ডের একই পদে ভিন্ন সার্ভিস কোড বাতিল করতে হবে ও নিম্নমানের মালামাল সরবরাহ বন্ধ করতে হবে। এই দাবি আদায়ের না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্ম বিরতি চালিয়ে যাবেন বলে জানায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
বক্তারা আরও বলেন গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে পল্লী বিদ্যুতের কর্মচারীরা সচেষ্ট থাকলেও নিম্নমানের সামগ্রীর কারণে গ্রাহকদের কাছে হয়রানির শিকার হতে হয় লাইনম্যান কাম মেসেঞ্জার ও লাইন শ্রমিকদের। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও বোনাস , পেনশন, অবসর ভাতা কিছুই পায়না তারা।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
[…] […]