নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০বোতল ফেন্সিডিল, ১৩ পিচ ইয়াবাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও পুলিশ। পরে তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৩৩), হরিপুর উপজেলার মারাধর (দক্ষিনতলা) গ্রামের জমশেদ চৌধুরীর ছেলে কাজল আক্তার ওরফে ককটেল (১৮) ও খায়রুল ইসলামের ছেলে সোহাগ (১৯), ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ফয়সাল আল মাজিদ মৌসুম (৩৫)। সে পৌর শহরের ইসলামনগর মহল্লায় এক সৌদি প্রবাসির বাসায় ভাড়া থাকতো।
ঠাকুরগাঁও পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় সোমবার (২০ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ৫ টি, পীরগঞ্জ থানা- ২ টি, বালিয়াডাঙ্গী থানা- ৯ টি, হরিপুর থানা- ১ টি, রাণীশংকৈল থানা- ১ টি, ভূল্লী থানা- ১ টিসহ সর্বমোট ১৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন মাদক ব্যবসায়ীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে।
https://slotbet.online/