• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

Reporter Name / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার রাণীংশকৈল উপজেলা বজ্রপাতে মা-মেয়েসহ দুই দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপর দিকে হরিপুর উপজেলায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এবং হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শেখ।

রবিবার (১১ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এবং হরিপুর উপজেলার যাদুরাণী পশ্চিম কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে

নিহত মেরিনা বেগম (৪৪) রাণীশংকৈল উপজেলার উশধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী এবং সাথী আক্তার (১৪) সৈয়দ আলীর মেয়ে। অপরদিকে নিহত আব্দুল আলিম (৩১) হরিপুর উপজেলার যাদুরাণী পশ্চিম কলেজপাড়া গ্রামের মৃত ন‌ওসাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী সাথী আক্তার ইতিসহ ধানক্ষেতে নিড়ানি দিতে মাঠে যায়। দুপুরে হঠাৎ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। এসময় ঘটনাস্থলে মা ও মেয়ে মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

হরিপুর উপজেলার আমগাঁও ইউপি চেয়ারম্যান হবিবর রহমান বলেন, আব্দুল আলিম ধানখেতে নিড়ানির কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ায় পথেই বজ্রপাত মারা যায় আব্দুল আলিম।

রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। একসাথে বজ্রপাতে মা মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/