ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিশু আইন-২০১৩ এর কার্যকরী বাস্তবায়ন শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা এবং সভাপতিত্ব করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা।
সভায় শিশু আইন ২০১৩ এর সার সংক্ষেপ আলোচনা করেন এবং থানায় আনীত আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের থানা থেকে মুক্তি, বিকল্প পন্থা ও জামিন প্রদানের ক্ষেত্রে থানাসমূহ কর্তৃক গৃহীত ব্যবস্থা, সীমাবদ্ধতা ও উত্তরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ বিষয় নিয়ে আলোচনা করেন শিশু আদালতের (জেলা ও দায়রা জজ) বিজ্ঞ বিচারক মোঃ জামাল হোসেন।
শিশু আইন ২০১৩ বাস্তবায়নে শিশু বিষয়ক কর্মকর্তা, আমলী আদালত এবং প্রবেশন কর্মকর্তাগণের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক সাইয়েদা সুলতানা ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
এর আগে ইউনিসেফ বাংলাদেশ এর শিশু সুরক্ষা সম্পর্কিত কার্যক্রম ও শিশু আইন ২০১৩ বাস্তবায়নে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কিত ধারণা প্রদান করেন চাইল্ড প্রটেকশন স্পেশালিষ্ট শাবনাজ জাহেরীনসহ অন্যান্যরা।
সকলের আলোচনার পর শিশু আইন ২০১৩ বাস্তবায়নে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনসহ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা। এসময় তিনি শিশু বান্ধব আদালত নির্মাণে ইউনিসেফ বাংলাদেশ এর নিকট প্রস্তাব রাখেন।
সভা পরিচালনা করেন, ইউনিসেফ বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর জাস্টিস ফর চিলড্রেন মাহাবুব আলম।
ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জেলা ও দায়রা জজ আদালত আয়োজিত সভায় সভায় জেলা জজশীপের অন্যান্য জজ, বিচারক ও ম্যাজিস্ট্রেটসহ জেলা আইনজীবি সমিতি’র সভাপতি, সাধারণ সম্পাদক, শিশু বিষয়ক কর্মকর্তা, আমলী আদালত এবং প্রবেশন কর্মকর্তা, সকল থানার অফিসার্স ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/