ডেস্ক রিপোর্ট : “টেকসই সমবায়, টেকসই উন্নয়ন” সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলার লক্ষে ঠাকুরগাঁওয়ে সমবায় বিভাগের উদ্যোগে নিবন্ধন পূর্ব পাক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুরাতন গড়েয়া বাজার এবং দুপুরে সালন্দর ফিডমিল পাড়ায় ঠাকুরগাঁও জেলা ও উপজেলা সমবায় বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে।
সকালে পুরাতন গড়েয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম (ভারপ্রাপ্ত), ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফিজার রহমান দুলাল, জেলা সমবায় কার্যালয়ের সরেজমিনে তদন্তকারী কর্মকর্তা ননী গোপাল সেন, সদর উপজেলার সহকারি পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম, গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)’র জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো প্রমুখ।
দুপুরে সালন্দর ফিডমিল পাড়া সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম (ভারপ্রাপ্ত), জেলা সমবায় কার্যালয়ের সরেজমিনে তদন্তকারী কর্মকর্তা ননী গোপাল সেন, সদর উপজেলার সহকারি পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম, গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)’র জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো প্রমুখ।
এ সময় পুরাতন গড়েয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এবং সালন্দর ফিডমিল পাড়া সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা সমবায় কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম বলেন শুধু সমবায় সমিতি করলে হবে না, সমবায়কে টেকসই উন্নয়ন করে গড়ে তুলতে হবে। সমিতিতে সকলের অংশীদারিত্ব থাকতে হবে। নিয়মিত সভা, সঞ্চয় করতে হবে। দুই টাকারও হিসাব রাখতে হবে। সমিতির কাগজপত্র কারো কাছে হস্তান্তর করা যাবে না। যে কোন বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে আপনারা সরসরি অফিসে আসবেন এবং নিজেই জানতে চাবেন।
https://slotbet.online/