নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : অদৃশ্য অজুহাতে ঠাকুরগাঁওয়ের ৩৯ বছরের ঐতিহ্য আলপনা সংসদের বৈশাখী মেলা করার অনুমতি না দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও মৌন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয় ।
কর্মসুচিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, নববর্ষ উদযাপন উপলক্ষে দীর্ঘ ৩৯ বছর ধরে জেলায় ৭দিন ব্যাপী বৈশাখী মেলার নিয়মিত আয়োজন করে আসছে আলপনা সাহিত্য ও সাংস্কৃতি সংসদ। যেখানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা গান, কবিতা, নাটক সহ বিভিন্ন দেশীয় সংস্কৃতি পরিবেশন করে থাকেন। কিন্তু এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা করার অনুমতি দেয়া হয়নি, যা খুবই দু:খজনক। সাংস্কৃতিক কর্মীরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
সন্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক পার্থ সারথী দাস বলেন, জেলায় বাণিজ্যিক উদ্দ্যেশে রমজান মাস থেকে বৈশাখী মেলা চালাচ্ছে একটি মহল, যেখানে প্রশাসনের কোন অনুমতির প্রয়োজন হয় না। অথচ সাংস্কৃতিক চর্চা বেগবান ও সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করতে ঐতিয্যবাহি আলপনার বৈশাখী মেলা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে, অনুমতি দেয়া হচ্ছেনা। যা স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
অবিলম্বে মেলার অনুমতি দেয়া না হলে বৃহত্তর কর্মসুচি পালন করা হবে বলে জানান নেতারা।
https://slotbet.online/
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
If it works I ovulate on CD 15 every time can i buy priligy in mexico