ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সম্ভাবনার আরেক দ্বার উম্মোচিত হয়েছে আগর চাষ। আর এই আগর গাছ থেকে তেল উৎপাদন করতে শুরু করেছেন এক নারী উদ্যোক্তা রোজিনা আক্তার। তা পরিদর্শণে এসেছেন বানিজ্য মন্ত্রনালয়ের উপসচিব মাজেদুল ইসলাম।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইয়াকুবপুর গ্রামের শরীফ-বিন-রব্বানী সুজনের আগর গাছ থেকে তেল সংগ্রহের কারখানা পরিদর্শন করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম ও বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ আব্দুল জলিলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও আগর আগরচাষিরা
রোজিনা আক্তার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইয়াকুবপুর গ্রামের শরীফ-বিন-রব্বানী সুজনের স্ত্রী ।
জানা গেছে, ইউএনডিপির আর্থিক সহায়তায় রোজিনা আক্তার গড়ে তুলেন আগর গাছ। ইতিমধ্যে মাঝারি ৭টি গাছ থেকে ৫০ গ্রাম পেয়েছেন তিনি। এই তেল সুগন্ধিযুক্ত এবং দামি। এটা আন্তর্জাাতিকভাবে বাজারজাত করে বিপুল অর্থ আয় করা সম্ভব।
আগরচাষি সুজন বলেন, ৭টি মাঝারি আকারের গাছ থেকে তিনি ৫০ গ্রাম সুগন্ধি আগর তেল পেয়েছেন যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
বানিজ্য মন্ত্রনালয়ের উপসচিব মাজেদুল ইসলাম পরিদর্শনকালে বলেন এই কারখানা স্থাপনের মাধ্যমে আগর চাষি সুজন যেমন উপকৃত হবেন তেমনি এই অঞ্চলের আগর চাষ এবং অনেক হতাশাগ্রস্থ আগর চাষি ভাইদের সম্ভাবনার দুয়ার খুলে যাবে। সুগন্ধি ও ঔষধ তৈরীর কাজে এই আগর তেলের বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/