ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের পায়গাম আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৮) কে গ্রেফতার করে।
অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ অত্র থানাধীন মহাজন হাট (ধনীবস্তি) গ্রামের মো: শহিদুর রহমান টুসেনের ছেলে মো: মানিক হোসেন (৩২), চরকডাঙ্গী স্কুলপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে কলিমুদ্দিন (৫২) কে গ্রেফতার করে। পীরগঞ্জ থানা পুলিশ অত্র থানা এলাকার বড়গাঁও গ্রামের উমেশ চন্দ্র রায়ের ছেলে সকিন চন্দ্র রায় (৪০) ও সেনুয়া (নাপিতপাড়া) গ্রামের মো: একরামুল হকের ছেলে মো: সজল রানা ওরফে ডলার (২২) জে গ্রেফতার করে।
একই সাথে রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ভরনিয়া শিবনাথ পুকুর গ্রামের মৃত আবু হানিফের ছেলে মো: আবুল হোসেন (৫৩) এবং একই থানাধীন চোপড়া (৫ নং বাচোর ইউপি) গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মো: আকবর আলী (৫০) কে গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ কুজিশহর, ঘোরনগাছ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২২) কে গ্রেফতার করে। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় বলে জানানো হয়।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামপুলিশ সুপার।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/