ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়াজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকষ্ণ বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় রক্ষা কমিশনের পরিচালক মো: দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও পানি উনয়ন বোর্ডের এসডিই মো: ময়দুল ইসলাম জনি, নির্বাহী প্রকশলী মো: গোলাম জাকারিয়া, এলজিইডি’র নির্বাহী প্রকশলী মামুন বিশ্বাস, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম প্রমুখ।
সভায় জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে সদর উপজলার নারগুন-ফেরসাডাঙ্গী ব্রীজের তলদেশের নির্মানাধীন “শ্বেতপদ্ম রিসোর্ট” এর যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দশ প্রদান করনে প্রধান অতিথি।