ঠাকুরগাঁও প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকায় অগ্নিদগ্ধ হয়ে ৪ জন মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত।
সদর উপজেলার আরাজী পাইকপাড়া গ্রামের মো: মফিজ উদ্দীনের ছেলে ও মামলার বাদী মো: জাকির হোসেন (৫৪) এর ছেলে মো: রাকিবুল হাসান রকিসহ মো: আল মামুন, সাহান ওরফে শাওন পারভেজ, আবু রায়হান এলাকাভিত্তিক বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বে ছিলেন।
গত ৫ আগষ্ট বিকেলে এজাহারনামীয় আসামী ও অজ্ঞাতনামা আসামীরা উল্লেখিত সংগঠকদের আন্দোলন থেকে বিরত রাখতে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন। পরবর্তিতে কৌশলে আলাপ-আলোচনার কথা বলে মামলার অপর আসামী পৌর কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেবের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে আগুনে পুরিয়ে হত্যা করে।
পরবর্তিতে এ বিষয়ে গত ২১ আগষ্ট করা সদর থানার মামলা নং-১৮ এর ভিত্তিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
গত রোববার (২৭ অক্টোবর) রাতে তাকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
এর আগে তাকে ঢাকার জিগাতলা এলাকা থেকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/