• রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে এলো রিভো’র ইলেকট্রিক মোটরসাইকেল

Reporter Name / ৪৫৫ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : রিভো ব্যান্ড বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রিক মোটরসাইকেলের শোরুম চালু করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও টু পঞ্চগড় রোডে অবস্থিত রাহাবার মার্কেটে এসটি এন্টারপ্রাইজ নামে একটি শোরুমের উদ্বোধন করা হয়। এসময় ফিতা ও কেক কাটার মাধ্যমে শোরুমটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শোরুম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এসটি এন্টারপ্রাইজের কর্ণধার শাহ জামান, রিভো বাংলাদেশের হেড অব মার্কেটিং এর মোহাম্মদ ফরিদ উদ্দিন, কোম্পানির বিভিন্ন প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন বাইকরাইডার ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নতুন ব্যবসায়ীক শোরুম উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।

এ অঞ্চলের মানুষেরা এখন খুব সহজেই এই শোরুম থেকে তাদের পছন্দের ইলেকট্রিক মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। ফলে উত্তরাঞ্চলের মানুষদের জন্য টেকসই, স্মার্ট ও আধুনিক প্রযুক্তির পরিবহন আরও সহজলভ্য হবে। পাশাপাশি ত্বরান্বিত হবে সবার জন্য স্মার্ট মবিলিটি (যোগাযোগ) নিশ্চিতকরণের উদ্যোগ বলে আশা ব্যক্ত করেন অথিতিরা ও এসটি এন্টারপ্রাইজের পরিচালক শাহ জামান।

এ শোরুমে রিভো’র ইলেকট্রিক মোটরসাইকেলের মধ্যে এ০১, সি০০ এবং সি০৩ মডেলগুলো পাওয়া যাবে। কোম্পানিটি দাবি করে, নির্ভরযোগ্য এবং নিরাপদ যাতায়াতের জন্য খুব ভালো একটি অপশন এই বৈদ্যুতিক মোটরসাইকেল। অন্যদিকে, উন্নত ফিচার সম্বলিত সি০০ মোটরসাইকেল ঘন্টায় ৫৫ কিলোমিটার গতি পাওয়া সম্বব। এমনকি ইকো মোডে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সম্বভ। এছাড়া, রিভো সি০০ মোটরসাইকেলে রয়েছে ১২০০ ওয়াটের শক্তিশালি মোটর, ৭২ভি ২৬ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, ট্র্যাকশন কন্ট্রোল, এয়ারব্যাগ সাসপেনশন এবং ডবল ডিস্ক ব্রেক। ফলে ব্যবহারকারী পাবেন প্রিমিয়াম অভিজ্ঞতা।

কোম্পানিটি আরও দাবি করেন, বাইক রাইডারদের দৈনিক যাতায়াত খরচ কমাতে কর্যকরী ভূমিকা রাখবে এই বৈদ্যুতিক মোটরসাইকেল। এই মোটরসাইকেল গুলো দিয়ে মাত্র ১০ থেকে ২০ টাকা খরচে ৭০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করা সম্ভব।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

2 responses to “ঠাকুরগাঁওয়ে এলো রিভো’র ইলেকট্রিক মোটরসাইকেল”

  1. adviceach says:

    On an informal basis, foreign drug buying is hardly new buy priligy in uae pneumoniae strain, and two C

  2. tlovertonet says:

    I just couldn’t depart your site before suggesting that I really enjoyed the standard info a person provide for your visitors? Is going to be back often in order to check up on new posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com