নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান রহমান।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নিজ নিজ দপ্তরের দুর্নীতি বিরোধী বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন । এ সময় স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
https://slotbet.online/