ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারিরা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩ টার দিকে আন্দোলনকারি সাধারণ শিক্ষার্থীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ হতে একটি মিছিল পুলিশের বাঁধা অপেক্ষা করে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার দিকে অগ্রসর হলে এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে আন্দোলনকারিদের উপর হামলা চালায়।
এছাড়াও শহরের চৌরাস্তা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পিটিআই, জেলা পরিষদ ডাকবাংলো, সার্কিট হাউস, সহ শহরের মূল সড়ক কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
এতে পুলিশ, সাংবাদিক, পথচারিসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্পুলিশ আন্দোলনকারিদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারিরা পিটিআই গেটের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে।
এক সময় কেউ কেউ সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে অবস্থান নেয়। আবার অনেকে মূল সড়কে পিটিআই গেটের সামনে অবস্থান নেয় এবং ভূয়া, ভূয়াস্লোগান দিতে থাকে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/