ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলায় বঙ্গবন্ধুর ম্যুরালের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা তুলি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা ঘোষ, সাধারণ সম্পাদক আনারকলি সুমি, ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি দিপালী রানী রায়, সাংগঠনিক সম্পাদক শেফালী বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে মহিলা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের মধ্য দিয়ে সক্রিয় ভূমিকা রেখেছে।
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে মহিলাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। এবং ভবিষ্যতে করে যাবে। ঠাকুরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ সব সময় নারীদের নিয়ে ভাবে এবং কাজ করে আসছে।
https://slotbet.online/
can you buy priligy in the u.s. Cardiomyocyte restricted CryAB R120G mice showed increased fibrosis and induction of TGF ОІ signaling and therefore constituted a suitable model for exploring the role of myofibroblast and pathologic TGF ОІ signaling during the progression and course of cardiomyocyte driven proteotoxic cardiac disease