নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনাতনে এই পুরস্কার বিতরন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান প্রমুখ।
ঠাকুরগাও সদর উপজেলায় শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ সৃজনশীল শিক্ষার্থী, শ্রেষ্ঠ মাদরাসাসহ ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো।
অনুষ্ঠানে ভাষা ও সাহিত্য বিষয়ে ৩ জন, দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ৩ জন, গণিত ও কম্পিউটার বিষয়ে ৩ জন বাংলাদেশ ষ্টার্ডিজ বিষয়ে ৩ জন, মুক্তিযুদ্ধ বিষয়ে ৩ জন, অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ২জন কে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিজয়ী ১৪ জন বিজয়ীকে মাথাপিছু ২ হাজার টাকা করে প্রনোদনা প্রদান করা হয়।
তবে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচনে অনিয়মের অভিযোগ করে তুলে ধরে বক্তব্য রাখেন অনেকে।
https://slotbet.online/